স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মূল ভিত্তি হচ্ছে টেস্ট ক্রিকেট। আর তা ভালোভাবেই বোঝেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশের সঙ্গে এই সিরিজে হওয়ার কথা ছিল ৩ টেস্ট। পরে কমিয়ে করা হয়েছিল ২ টেস্ট। সেটিও কমে হয়ে গিয়েছিল এক টেস্ট। শেষ পর্যন্ত হচ্ছে না একটি টেস্টও। বলা যায় দারুণ টেস্ট থেকে পিছিয়ে পড়ার দারুণ রোমান্টিকতা।
আর বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সিরিজ শুরুর সংবাদ সম্মেলনেও মুখ খুলেন মাশরাফি।
“জিম্বাবুয়ের সঙ্গে হয়ত একটি টেস্ট ম্যাচও ছিল। টেস্ট ম্যাচের বিকল্প আসলে টি-টোয়েন্টি কেন, কিছুই হতে পারে না। সেটি আমি বলবো না। তবে এই মুহূর্তে আমরা বাধ্য হচ্ছি টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমনকি এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে।”
খেলোয়াড়দের জন্য টেস্ট ক্রিকেট যে কতটা জরুরি তা স্মরণ করিয়ে দিলেন মাশরাফি। বলেন, “ সামগ্রিকভাবে ক্রিকেটের উন্নতি করতে হলে টেস্ট ম্যাচের বিকল্প নেই। কিন্তু আমরা এখন টি-টোয়েন্টি খেলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের কিছু করারও নেই। টি-টোয়েন্টিতে আমরা এখনও তেমন কিছু করতে পারিনি, র্যাঙ্কিংয়ের দিকে তাকালেই সেটা বোঝা যাবে। আফগানিস্তানের চেয়েও পিছিয়ে আছি আমরা, সে দিকেও আমাদের তাকাতে হবে।”
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর