বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৮:১০:৪৫

বিশ্বসেরা মেসিকে খাটো বলে খোঁটা

বিশ্বসেরা মেসিকে খাটো বলে খোঁটা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক ও বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি যে একজন বিশ্বসেরা ফুটবলার গত সোমবার রাতে পাঁচ বারের মতো ব্যালন ডি-অর জেতে বিশ্ববাসীর কাছে আবারো প্রমাণ করে দিয়েছেন তিনি। আর বিশ্বসেরা মেসির খাটো বলে খোঁটা দিয়েছেন এসপানিওলের ডিফেন্ডার আলভারো গনসালেস।

বুধবার রাতে এসপানিওলের মাঠ থেকে কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে প্রথমপর্বের ম্যাচে ৪-১ গোলে জিতেছিল এনরিকের দল। দুইপর্ব মিলিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ৬-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা।

৬ জানুয়ারি প্রথমপর্বের ম্যাচে এসপানিওলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। আর ম্যাচ শেষে টানেলে তাদেরকে উত্ত্যক্ত করার অপরাধে বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেস দুই ম্যাচ নিষিদ্ধ হন।

দ্বিতীয় লেগটা অবশ্য এত উত্তেজনাময় ছিল না। তবে একেবারে নিরুত্তাপও ছিল না। গনসালেস মেসিকে ফাউল করার পর দুজন তর্কে জড়িয়ে পড়েন।

ম্যাচ শেষে গনসালেস বলেন, ‘লিও আমাকে কিছু বিষয়ের জন্য সমালোচনা করছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি তাকে ব্যথা দেব বলে সে মনে করে কি না। সে উত্তর দিয়েছিল, হ্যাঁ।’

তিনি আরও বলেন, মেসি আমাকে খারাপ বলেছে। আর আমি তাকে খাটো বলেছি। কিন্তু দুজনেই এটা মেনে নিয়েছি। এ বিষয়টিকে বড় কোনো ঘটনা বানানোর প্রয়োজন নেই বলে মনে করেন গনসালেস।

১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে