স্পোর্টস ডেস্ক : দেশের সবচেয়ে জমজমাট আসর বিপিএলে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ৯৫ রানে অলআউট করে দিয়ে ৬৩ রানের বিশাল জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ জয়ে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ইমরুলের দল।
আজ মঙ্গলবার চলতি আসরের অষ্টম ম্যাচে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রান করে কুমিল্লা। জবাবে নাহিদুল ইসলামের ঘূর্ণিতে ১৭.৩ ওভারে ৯৫ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে বরিশাল।