স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মাশরাফির নেতৃত্বে সুন্দর একটি বছর পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন বছরের শুরুতেই টাইগাররা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কারণ তাদের সামনে অপেক্ষা করছে এশিয়া ও বিশ্বকাপের মত বড় দু’টি হাই ভোল্টেজের আসর।
বাংলাদেশ বরাবরই টি২০ ফরম্যাটে খানিকটা পিছিয়ে। এসব মাথায় রেখেই জিম্বাবুয়ের সাথে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে বিসিবি।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বৃহস্পতিবার কথা বলেছেন সংবাদ সম্মেলনে। সেখানে বাংলাদেশের টি-টোয়েন্টিতে বর্তমান অবস্থান নিয়ে কথা বলেন তিনি।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে টি-টোয়েন্টি বেশি ফোকাস হয়ে যাচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা এখনো অনেক পিছিয়ে। যা আমাদের র্যাংঙ্কিংয়ের দিকে তাকালেও বোঝা যায়। এমনকি আফগানিস্তানের চেয়ে পিছিয়ে আছি। এদিকেও আমাদের তাকাতে হবে।’
এসময় বাংলাদেশের সঙ্গে অনান্য দেশের খেলার সিডিউল নিয়ে আপসোস করে মাশরাফি বলেন, ‘অন্যান্য দেশের সিডিউল হয়তো ৩ বছর আগে থেকেই কনফার্ম থাকে। এটা গুরুত্বপূর্ন। আমরা জানিই না সামনের ৬ মাসে আমাদের কার সঙ্গে খেলা আছে। আমাদের ওটা জানতে হবে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ খেলছে ওদের ৫ বছর আগেই এফটিপিতে সিডিউল করা আছে। এটা একটি পয়েন্ট।’
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর