স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে ২০১৫ সালের ধারাটা বজায় রাখতে চান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।
নিজের ফেসবুক পেজে সাকিব আল হাসান ভক্তদের উদ্দেশ্যে করে এমনটাই জানালেন। সেখানে তিনি লেখেন, ‘টাইগাররা আগামীকাল (শুক্রবার) জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বছরের প্রথম ৪ ম্যাচের টি২০ সিরিজে এবং দৃঢ়প্রতিজ্ঞ জয়ের ধারা ২০১৬ তেও বজায় রাখবার জন্যে!’
প্রসঙ্গত, ২০১৫ সালটিতে দারুণ খেলা উপহার দিয়েছে বাংলাদেশ দল। অধিনায়ক মাশরফির নেতৃত্বে একের পর এক ম্যাচ জয় তুলে নেয় বাংলাদেশ। আর সাকিবের ফেসবুক বার্তায় সেই সোনালী অতীত ফিরে পাওয়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর