বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ১১:৪৫:৩৮

নতুনদের নিয়ে যা বললেন মাশরাফি

নতুনদের নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

বিকেল তিনটায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে।

দল বেশ কয়েকদিন আগে এই সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে প্রথমবারের মতো অন্তর্ভূক্ত হয়েছেন বিপিএলে দারুণ পারফরম্যান্স করা আবু হায়দার রনি ও ঘরোয়া লিগে দারুণ ব্যাটিং করা নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নতুন খেলোয়াড়দের বিষয়ে কথা বলেন মাশরাফি।

তিনি বলেন, ‘আগেও বলেছি- আমরা সুযোগটাকে কাজে লাগাতে চাই। তবে যারা দলে এসেছে তারা কিন্তু যোগ্যতা দিয়েই এসেছে। টিম কম্বিনেশনটাও সেভাবে সাজানো হবে। হয়তো এদের কারও অভিষেক হতে পারে।’

পাকিস্তান সিরিজর পর বাংলাদেশ দল আবার খুলনায়। এই ভেন্যুর বিষয়ে তাকে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, ‘আমরা সব মাঠেই জয়ের জন্য খেলে থাকি। আর এ মাঠের বাংলাদেশের রেকর্ড খুব ভালো। যদিও এ মাঠে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। তবে জাতীয় দলের বেশ কয়েকজন খুলনা বিভাগের। এ মাঠে খেলে তারা অভ্যস্ত। তাদের জন্য নিজের মাঠে খেলা তো বাড়তি অনুপ্রেরণা হবে।’

১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে