স্পোর্টস ডেস্ক: বছর শেষে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়াল বিপিএল থেকে উঠে আসা আবু হায়দার রানি। তার বাঁহাতি পেস তুমুল আলোচনার বিষয় উঠে। দারুণ বোলিং করে জাতীয় দলের জায়গা করে নিয়ে এখন জিম্বাুবুয়ে সিরিজ দিয়ে অভিষেকের অপেক্ষায় এই তরুণ।
আগামীকাল শুক্রবার আবু হায়দার রনি, কাজী নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের টি-টোয়েন্টি অভিষেক হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে। ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে।
ক্রিকইনফো সূত্র অনুযায়ী আগামীকালের ম্যাচের সম্ভাব্য একাদশ প্রথমবারে মতো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হতে পারে বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আবুল হায়দার রিনির। তাছাড়াও প্রথমবারে মতো জাতীয় দলে ডাক পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন /এএস