স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটর অন্যতম জনপ্রিয় ঘরোয়া টি-২০ লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের পর্দা উঠবে এবছরের ৮ এপ্রিল। প্রতিবারের ন্যায় সাবেক বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান এবারও খেলবেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে।
তবে এবার শুধু সাকিব নন। আইপিএল খেলতে পারেন বাংলাদেশের আরও চার ক্রিকেটার। নবম আসরের নিলামের প্লেয়ার ড্রাফটে রাখা হয়েছে তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও বিশ্ব ক্রিকেটের নতুন চমক মুস্তাফিজুর রহমানকে।
আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের ব্যাঙ্গালুরু শহরে আইপিএলের নিলামে উঠবেন এই চার টাইগার ক্রিকেটার। নিলামে আগেই নাইট রাইডার্সে খেলতে ডাক পেয়েছেন সাকিব। গত বছর অভিষেকের পর বিশ্ব ক্রিকেটকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন কাটারখ্যাত মুস্তাফিজ।
তখনই আভাস ছিল আইপিএলে ফ্র্যাঞ্চাইজিরা তার দিকে নজর রাখবেন। বল হাতে চমক দেখান তরুণ তাসকিন আহমেদ। অন্যদিকে হার্ডহিটার তামিম ও সৌম্য ভয়ডরহীন ক্রিকেট খেলে নজর কেড়েছেন বিশ্বক্রিকেটে।
১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি