শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৩:০৯:৪৮

বিশ্বের সবচেয়ে সুন্দরী ওয়েট লিফটার

বিশ্বের সবচেয়ে সুন্দরী ওয়েট লিফটার

স্পোর্টস ডেস্ক : তার শরীরের প্রতিটি খাঁজে, পেশিতে ভারোত্তলনের ছাপ স্পষ্ট। অথচ মুখে বার্বির সারল্য। ইনি জুলিয়া ভিনস। রাশিয়ান এই অষ্টাদশী সারা বিশ্বের কাছে পরিচিত মাসল বার্বি হিসেবে। দেখতে বার্বি’র মতো হলেও মোটেও পুতুলের মতোন নয় তিনি। তার মাংশ পেশী সকলকে আকর্ষণ করে।

পুরুষ ভারোত্তলকদের শরীরের কাঠামো যেমন হয়ে থাকে জুলিয়া ভিনস এর শরীরের কাঠামো তাদের চেয়ে কম নয়। আর তার এই মাংসপেশী তৈরি করতে প্রচুর পরিশ্রমের পাশাপাশি কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়েছে।

মাত্র ১৫ বছর বয়স থেকে ভারোত্তলন শুরু করেন জুলিয়া। মাত্র তিন বছরের মধ্যেই সকলকে অবাক করে দিয়েছেন তিনি। চেহারা বদলে গিয়েছে আমূল। এ দিকে মুখ রয়ে গিয়েছে একেবারে আগের মতোই। আর তাতেই তিনি হয়ে উঠেছেন বিস্ময়।

১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে