স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের মাস্টার ব্লাস্টারকে ক্রিকেটের মধ্যে পেয়ে ক্রিকেট প্রেমীরা গর্বিত৷ কিন্তু ছোটবেলার একটা ঘটনা ক্রিকেটের এই বরপুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল৷ সেই ঘটনার কথা মনে পড়লে এখনও শিউরে ওঠেন শচীন রমেশ টেণ্ডুলকার৷ আর একটু হলেই ট্রেনে কাটা পড়ছিলেন!
বুধবার মুম্বাই রেল পুলিশের এক অনুষ্ঠানে এসে নিজের সেই অভিজ্ঞতার কথা জানান শচীন৷ আর পাঁচটা সাধারণ বাড়ির ছেলের মতো শচীনও এককালে ট্রেনের নিত্য যাত্রী ছিলেন৷ ১১ বছর বয়স থেকেই প্র্যাকটিসের জন্য কিট ব্যাগ কাঁধে চাপিয়ে বন্ধুদের সঙ্গে ট্রেনে যাতায়াত করতেন৷
পুরানো সেই ভয়ঙ্কর স্মৃতি ঘেঁটে শচীন বলেন, "সকালে প্র্যাকটিসের পর আমরা পাঁচ-ছ'জন এক বন্ধুর বাড়িতে যাই৷ সেখানে দুপুরে খাওয়া-দাওয়া করে সিনেমা দেখতে গিয়েছিলাম৷ ঘড়ির দিকে তাকাতেই দেখলাম বিকেলের প্র্যাকটিসের জন্য দেরি হয়ে গিয়েছে৷ দাদারে যেতে হত৷ তাড়াতাড়ি ট্রেন ধরার জন্য আমরা ঠিক করি আড়াআড়ি লাইন পেরিয়ে অন্যদিকের প্ল্যাটফর্মে উঠব৷ লাইন পার হতে গিয়ে দেখি প্রতিটা লাইন দিয়েই দ্রুতগতিতে ট্রেন ছুটে আসছে৷ কোনওরকমে দু'টো ট্র্যাকের মাঝে হাঁটু গেড়ে বসে পড়ি৷ খুব ভয় পেয়ে গিয়েছিলাম৷ তারপর থেকে আর কখনও ওভাবে লাইন পেরোইনি৷"
জীবনের থেকে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে৷ তাই শচীন সাধারণের উদ্দেশে বলেন, "ব্রিজ দিয়ে না গিয়ে হেঁটে লাইন পার হলে হয়তো ৫টা মিনিট সময় বাঁচে৷ কিন্তু ওই ৫ মিনিটে জীবনে বড় ঝুঁকি নেমে আসে৷ আইন ভাঙার থেকে অথবা হাসপাতালে যাওয়ার থেকে বেশি ভাল হয়, যদি আমরা পারাপারের জন্য ওভারব্রিজ ব্যবহার করি৷"
১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি