স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার বলিষ্ট নেতৃত্বের গুণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অন্য এক মাত্রায়। গেল বছরে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি জয় পায় বাংলাদেশ। আর সেই সাফল্যগাঁথা ও অনুপ্রেরণা নিয়ে নতুন বছরের প্রথম ম্যাচ শুরু করতে যাচ্ছে টাইগাররা।
সফরকারী জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার আগে দেশের প্রথম সারির একটি দৈনিকের সঙ্গে কথা হয়েছিল জাতীয় দলের দলপতি মাশরাফির। পত্রিকাটির সঙ্গে আলাপকালে বের হয়ে আসে তার জীবনের অপ্রকাশিত কিছু তথ্য।
জানা গেল, ১০ বছর বয়সে তিনি একবার তিনতলা থেকে পড়ে গিয়েছিলেন। তবে তেমন কিছুই হয়নি, শুধু পিঠের হাড় ভেঙেছিল, ‘পড়ার পরও আমার মাথাটা সোজা হয়ে ছিল। পেছনে ছিল পাথর। মাথা যদি পাথরে গিয়ে ঠেকত, কী হতো অবস্থা ভাবুন!’ শেখ আবু নাসের স্টেডিয়ামে দাঁড়িয়ে ফিরে গেলেন দুরন্ত কৈশোরে।
মাশরাফির স্মৃতিবিভ্রম না ঘটে থাকলে ১০ বছর বয়সের ওই ঘটনা থেকেই হয়তো তাঁর ‘আয়রনম্যান’ হওয়ার শুরু। এরপরও তো অঘটন কম ঘটেনি! কখনো গাছ থেকে পড়েন, কখনো সিঁড়ি কিংবা রিকশা থেকে, বলে পা পিছলেও হাসপাতালে গেছেন। হাঁটু কাটাকুটির কথা বাদ দিয়ে শুধু এগুলোর তালিকা করেও দেখা যাচ্ছে মাশরাফির জীবন কী ঝঞ্ঝাবিক্ষুব্ধ! তারপরও এখনো মেরুদণ্ড সোজা করে বল হাতে ছোটেন। ‘আয়রনম্যান’ই তো!
১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর