শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১১:৩৫:২৬

‘কেউ কিছু বোঝার আগেই ক্রিকেট থেকে বিদায় নেব’

‘কেউ কিছু বোঝার আগেই ক্রিকেট থেকে বিদায় নেব’

স্পোর্টস ডেস্ক: মাশরাফির বলিষ্ট নেতৃত্বের গুণে তর তর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অন্য মাত্রায়। এই তো গেল বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয় করে ইতিহাস সৃষ্টি করলো সোনার ছেলেরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা ছাড়াও হোম সিরিজে ক্রিকেট পরাশক্তিদের কুপোকাত ছিল মাশরাফির নেতৃত্বে বাংলাদেশেরবড় সাফল্য।

কিন্তু সেই দশ বছর থেকে একের পর এক ইনজুরিতে পড়তে হচ্ছে মাশরাফিকে। কখনওবা পুরো পায়ে টেপ মুড়িয়ে খেলতে নামা। আবার কখনওবা ডাক্তারের নিষেদাজ্ঞা সত্ত্বেও বল হাতে দিব্যি বোল করা । কিন্তু এভাবে আর কত। শরীরের সাথে যে এইসব একেবারে যাচ্ছে না মাশরাফির।

সফরকারী জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার আগে দেশের প্রথম সারির একটি দৈনিকের সঙ্গে  মুঠোফোনে কথা হয়েছিল জাতীয় দলের এই দলপতির। জানান, ‘আসলে কোথায় শেষ হবে নিজেও জানি না। তবে এটুকু বুঝি, হঠাৎ করেই শেষ হয়ে যাবে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেখবেন আমি আর খেলছি না। আমার সবকিছু এ রকম হঠাৎ করেই হয়।’

১৫ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে