শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১২:৫৩:৫০

ইডেনে সেই আমিরময় দিনে হাফিজের ব্যাটিং রাজত্ব

ইডেনে সেই আমিরময় দিনে হাফিজের ব্যাটিং রাজত্ব

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নেমেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছেন। দিনটি যেন মোহাম্মদ আমিরের।

বহুল আলোচিত আমিরের  দিনে ব্যাটিং রাজত্ব দেখান পাকিস্তানের ড্যাসিং ওপেনার মোহম্মদ হাফিজ। ম্যাচ চলার এক সময় বোলিংয়ে আসেন কোরি অ্যান্ডারসন।

হাফিজের ব্যাটিংয়ে এক ওভারেই দেন ১৮ রান। আমিরের সাথে যোগ হয় শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিং। এর সুবাধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ সূচনা করেছে পাকিস্তান।

হাফিজ ৩৮ ও মালিক ১৭ রান নিয়ে এগিয়ে নিচ্ছেন রানের চাকা। মাত্র ৯ ওভারে এরই মধ্যে ৭৩ রান করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের অকল্যান্ড আমিরের দ্বিতীয় অভিষেকের দিন।

এই দিনটিই যেন আমিরময়। বল হাতে তিনি কেমন জাদু দেখান সেটা দেখার জন্য পাকভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। এর আগে ব্যাটিং দ্যুতি দেখাল হাফিজরা।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে