স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সংক্ষেপে আইপিএল। প্রতি বছর এটি ভারতে আয়োজিত হয়। ২০২২ সালের আসর শুরু হতে যাচ্ছে শিগগির। এ উপলক্ষে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে আপিএলের নিলাম। আইপিএলের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স।
যেটির মালিকানায় আছেন বলিউড কিং শাহরুখ খান। তবে এবারের নিলামে শাহরুখ নিজে অংশ নিচ্ছেন না। পাঠিয়েছেন তার ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খানকে। তারাই কেকেআর-এর প্রতিনিধিত্ব করছে। গত অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার হয়ে চার সপ্তাহ কারাগারেও ছিলেন আরিয়ান খান। কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকানায় আছেন বলিউডের অভিনেত্রী জুহি চাওলাও। তিনি তার মেয়ে জাহ্নবীকে নিয়ে অংশ নিচ্ছেন নিলামে।