স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সংক্ষেপে আইপিএল। প্রতি বছর এটি ভারতে আয়োজিত হয়। ২০২২ সালের আসর শুরু হতে যাচ্ছে শিগগির। এ উপলক্ষে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে আপিএলের নিলাম। বাংলাদেশ সময় সাড়ে ১২টায় শুরু হয় ২০২২ আসরের মেগা নিলাম।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে জমকালো এ অনুষ্ঠান। শুরুতেই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ঘোষণা দেন চেয়ারম্যান ব্রিজেশ পাটেল। ভিভো থেকে পরিবর্তিত হয়ে আইপিএলের নতুন স্পন্সর এখন টাটা গ্রুপ। সবচেয়ে বেশি দাম দিয়ে শ্রেয়াস আইয়ারকে কিনেছে কলকাতা। শ্রেয়াসকে নিতে ১২ কোটি ২৫ লাখ রুপি দিতে হয়েছে।
এছাড়া বাকি চারজন হলেন ভানিন্দু হাসারাঙ্গা, হার্শেল প্যাটেল, ক্যারিবীয় তারকা কাগিসো রাবাদা ও জেসন হোল্ডার। তবে হাসারাঙ্গাকে নিয়ে রীতিমত যুদ্ধে লিপ্ত হন পাঞ্জার কিংস ও বেঙ্গালুরু। হাসারাঙ্গার ভিত্তিমূল্য ১ কোটি রুপি হলেও শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লাখে হাসারাঙ্গাকে কিনে নিয়েছে বেঙ্গালুরু।
হার্শেল প্যাটেলকে ১০ কোটি ৭৫ লাখে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু। সিমরন হিটমারকে ৮ কোটি ৫০ লাখে কিনেছে রাজস্থান। কাগিসো রাবাদা ৯ কোটি ২৫ লাখ কিনেছে পাঞ্জাব। এদিকে, আজ দল পাননি বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।