রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ০২:১১:৫৫

ব্রাজিল দল নিয়ে এটা ভাবলে নেইমারের কষ্ট হয়

ব্রাজিল দল নিয়ে এটা ভাবলে নেইমারের কষ্ট হয়

স্পোর্টস ডেস্ক : বিখ্যাত ওই হলুদ জার্সিই নেইমারের বড় গর্ব। ব্রাজিল দল সব সময়ই তার কাছে বড় এক আবেগের জায়গা। ব্রাজিলের হয়ে সাফল্যই যেন তার কাছে সবকিছু। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালের পর তা আরও বেশি করে দেখেছে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর শিশুর মতো কেঁদেছেন তিনি।

এই নেইমারই যখন দেখেন, ব্রাজিলের নতুন প্রজন্মের মধ্যে জাতীয় দল নিয়ে কোনো আবেগ বা উচ্ছ্বাস নেই, তার খুব কষ্ট হয়। সেই হতাশার কথা সম্প্রতি তিনি বলেছেন 'ফেনেমেনোস' পডকাস্টে। নেইমারের কথা, ''এখন সেলেকাও (ব্রাজিল জাতীয় ফুটবল দল) আর সমর্থকদের মধ্যে দূরত্ব অনেক। এটা দুঃখজনক যে ব্রাজিল জাতীয় দল নিয়ে নতুন প্রজন্মের কোনো আগ্রহ নেই।''

ব্রাজিলিয়ানদের এই ফুটবল-প্রীতি আর জাতীয় দলের প্রতি ভালোবাসাটা কমে গেল, এটা ভেবে যেন অস্থির নেইমার। তিনি বলেন, ‘আমি জানি না, এমনটা কীভাবে হলো। আমাদের খেলা নিয়ে এখন খুব কম কথাই বলে মানুষ। ব্রাজিলের খেলা এই প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ কিছু নয়। এটা মেনে নেওয়া খুব কষ্টের।’ এর আগে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে নেইমার বলেছেন, ‘আমার মনে হয়, ২০২২-ই আমার শেষ বিশ্বকাপ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে