মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০২২, ০৪:১৫:০২

একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রামিজ রাজা

একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রামিজ রাজা

স্পোর্টস ডেস্ক: একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজা। আইপিএল নিয়ে নিজের করা বক্তব্য থেকে সরে দাঁড়ালেন পিসিবি প্রধান। কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার তার সেই বক্তব্য থেকে সরে এসেছেন রামিজ রাজা। 

তিনি বলেছেন যে তার বক্তব্যকে অন্যভাবে দেখান হয়েছে। রাজা ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে নিলামের মডেল এবং পার্স বাড়ানোর পরে পাকিস্তান সুপার লিগ আইপিএলের শ্রেণিতে চলে যাবে। এর আগে আইপিএলের ১৫তম আসর শুরুর আগমুহুর্তে আইপিএলকে ছোট করতে বিতর্কীত মন্তব্য করেছিলেন রামিজ রাজা। 

রাজা বলেছিলেন, ‘আর্থিকভাবে স্বাধীন হতে আমাদের একটি নতুন সম্পত্তি তৈরি করতে হবে। আমাদের শুধু পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং আইসিসি ফান্ড আছে। আগামী বছর থেকে এই মডেল নিয়ে আলোচনা হচ্ছে। আমি পরের বছর থেকে নিলাম মডেলে স্যুইচ করতে চাই। বাজার পরিস্থিতি এর জন্য অনুকূল তবে আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে বসে একবার আলোচনা করব।’

রামিজ রাজা আরও বলেছিলেন, ‘এটা টাকার খেলা। পাকিস্তানে ক্রিকেটের অর্থনীতি বাড়লে আমাদের সম্মানও বাড়বে। সবচেয়ে বড় জয় পাকিস্তান সুপার লিগের আর্থিক অর্থনীতির বৃদ্ধি। আমরা যদি পাকিস্তানকে নিলামের মডেলে নিই, পার্স বাড়াই, তাহলে আমরা আইপিএল ক্যাটাগরিতে চলে যাব। তারপর দেখব কে পিএসএসের চেয়ে আইপিএলকে বেশি পছন্দ করে।’ 

এবার নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছেন রামিজ রাজা। তিনি নিজের কথা অস্বীকার করে রামিজ রাজা ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। রাজা বলেছিলেন যে তিনি ভারত ও পাকিস্তানের অর্থনীতির পার্থক্যটা জানেন। তিনি বলেন, ‘আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি জানি কোথায় ভারতের অর্থনীতি আর কোথায় পাকিস্তানের। পাকিস্তান সুপার লিগের উন্নতি করার পরিকল্পনা আমাদের আছে। আমরা নিলামের মডেল নিয়ে আসব কিন্তু আমার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।’ সূত্র : ক্রিকবাজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে