মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ০১:১৪:১৭

'মা বলেছে ছেলে খুঁজতে, তুমি আমাকে বিয়ে করবে'

'মা বলেছে ছেলে খুঁজতে, তুমি আমাকে বিয়ে করবে'

স্পোর্টস ডেস্ক : নিজের প্রিয় ক্রিকেটারকে মন দিয়ে ফেলেন বহু ভক্তই। গ্যালারিতেও প্ল্যাকার্ড হাতে পছন্দের তারকাকে প্রেম নিবেদনের দৃশ্য হামেশাই চোখে পড়ে। অনেকটা তেমনই ছবি তুলে ধরল কেকেআর। ‘মুঝসে শাদি করোগে?’ এলিজিবল ব্যাচেলার শ্রেয়াস আইয়ারকে খানিক সিনেমা স্টাইলে প্রেম নিবেদন করলেন এক অনুরাগী। 

কেকেআর নেতার প্রতি এই ভালবাসার ছবি শেয়ার করেছে খোদ ফ্র্যাঞ্চাইজি। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছে কলকাতার এই দল। যেখানে এক তরুণী একটি প্ল্যাকার্ড হাতে মিষ্টি হেসে দাঁড়িয়ে রয়েছেন। আর তাতেই কেকেআর অধিনায়কের উদ্দেশে লেখা, “আমার মা বলেছে নিজের জন্য একটা ছেলে খুঁজতে। তুমি আমাকে বিয়ে করবে শ্রেয়াস আইয়ার।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে