স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে মোটেও সুবিধাজনক অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে পৌঁছানো খুবই কঠিন বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার তাদের টানা পঞ্চম ম্যাচে হারের মুখ দেখেছে। পয়েন্ট টেবিলে তারা সপ্তম স্থানে চলে গেছে। আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে কেকেআর ওপেনিং শুরু করেছিল।
এরপর ওপেন করার সুযোগ পেয়েছেন অ্যারন ফিঞ্চ, সুনীল নারায়ণ ও স্যাম বিলিংস, কেউই খুব বেশি প্রভাবিত করতে পারেননি। এমন পরিস্থিতিতে টানা পঞ্চম হারের মূল কারণ ফাঁস করলেন টিম সাউদি। তার মতে, কেকেআর চলতি মৌসুমে এখনও পর্যন্ত ওপেনিং জুটির সঠিক কম্বিনেশন ঠিক করে উঠতে পারেনি।
নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি বলেছেন, টিম কম্বিনেশনে বারবার পরিবর্তন করাটা ঠিক নয়। চলতি আইপিএলে কেকেআর এখনও পর্যন্ত চারটি ভিন্ন ওপেনিং জুটি ব্যবহার করেছে। কিন্তু তাদের মধ্যে কোনও কম্বিনেশনই দলকে খুব একটা সাহায্য করেনি।
দিল্লি ক্যাপিটালসের কাছে চার উইকেটে হারের পর টিম সাউদি এক সংবাদিক সম্মেলনে বলেছিলেন, “যখন আপনি জিততে চান এবং আপনি যদি জিততে না পারেন তাহলে সেটা মেনে নেওয়া কঠিন। মেগা নিলামের পর থেকে, আমরা এখনও আমাদের নিখুঁত সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করছি।''
তিনি বলেন, ''আমরা ওপেনিং জুটির জন্য বেশকিছু কম্বিনেশন ব্যবহার করেছি এবং আইপিএলে কোনও খারাপ খেলোয়াড় নেই, তারা সবাই দুর্দান্ত খেলোয়াড়। যে খেলোয়াড়রা ইনিংস ওপেন করেছিল তারাও দুর্দান্ত খেলোয়াড় ছিল। তাই এটি কেবল ফর্ম ফিরে পাওয়ার একটি বিষয়।''