শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১১:৪২:২৮

যে দিক দিয়ে আইপিএলে মোস্তাফিজের নাম এক নম্বরে!

যে দিক দিয়ে আইপিএলে মোস্তাফিজের নাম এক নম্বরে!

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দারুণ সময় অতিক্রম করছেন। এবারের আইপিএলে এক দিক দিয়ে মোস্তাফিজের নাম এক নম্বরে উঠে এসেছে। কেন, কোন দিক দিয়ে? প্রশ্ন জাগা স্বাভাবিক। 

আইপিএলের এবারের আসরে এখনো পর্যন্ত বল হাতে মোটামুটি ভালই পারফরম্যান্স করছেন মুস্তাফিজ। যদিও মাঝে দুটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেও আবারও বল হাতে জ্বলে উঠেছেন তিনি। 

আইপিএলের এবারের আসরে সেভাবে উইকেটে তুলে না দিতে পারলেও বল হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি ডট-বল দিয়েছেন মোস্তাফিজুর রহমান।

এদিকে আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। যেখানে প্রতি ম্যাচেই চার ওভার করে বোলিং করেছেন মুস্তাফিজ। মোট ২৮ ওভারের মধ্যে ৭০ টি ডট বল দিয়েছেন মোস্তাফিজুর রহমান। যা দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ। এছাড়াও বল হাতে তিনি তুলে নিয়েছেন ৮ উইকেট। প্রতি ওভারে তিনি রান খরচ করেছেন ৭.৩৯।

পরিসংখ্যান আরো বলছে, দিল্লীর হয়ে সবচেয়ে বেশি ডট বল দেয়ার তালিকায় দুই নম্বরে রয়েছেন খলিল আহমেদ। এখন পর্যন্ত ৬ ইনিংসে ২৪ ওভারে ৬৭টি ডটবল দিয়েছেন খলিল আহমেদ। তার ইকোনোমি ৭.৯১। 

তবে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি ডট বল করেছে কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার উমেশ ইয়াদাভ। ৯ ম্যাচে ৩৬ ওভারে ১০৬টি ডটবল দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে