সোমবার, ০২ মে, ২০২২, ০৩:০৯:৪৬

৩৬ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করলেন ৬৬ বছরের ক্রিকেটার অরুণ লাল

৩৬ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করলেন ৬৬ বছরের ক্রিকেটার অরুণ লাল

স্পোর্টস ডেস্ক : প্রথম স্ত্রী জীবিত তবুও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার অরুণ লাল। জীবনে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন ময়দানের লালজী। ৬৬ বছর বয়সি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার বিয়ে হল পাত্রী ৩৬ বছর বয়সী বুলবুল সাহা। 

অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী বুলবুল। বিয়ের রেজিস্ট্রির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাত্রী বুলবুল সাহা লিখেছেন, ‘‘অফিশিয়ালি মিসেস লাল, পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের অনেক ধন্যবাদ৷’’ জানা গেছে সন্ধ্যায় কলকাতার এক পাঁচতারা হোটেলে বিয়ের রিসেপশন রয়েছে৷ 

রিসেপশনে দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার আগে সকালে বাড়িতেই হয়ে গেল রেজিস্ট্রি৷ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন ক্রিকেটার সাবা করিম৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে