বৃহস্পতিবার, ০৫ মে, ২০২২, ০৮:১৪:০৩

রেকর্ড মূল্যে বিক্রি হলো ম্যারাদোনার 'হ্যান্ড অফ গড' জার্সি

রেকর্ড মূল্যে বিক্রি হলো ম্যারাদোনার 'হ্যান্ড অফ গড' জার্সি

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি নিলামে উঠেছিল দিয়েগো ম্যারাদোনার 'হ্যান্ড অফ গড' জার্সি। রেকর্ড মূল্যে বিক্রি হল সেই জার্সি। কিংবদন্তির জার্সি বিক্রি হল ৭১ লক্ষ পাউন্ডের বেশি মূল্যে। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৭০ কোটি টাকার বেশি।

২০ এপ্রিল থেকে অনলাইনে জার্সির নিলাম শুরু হয়েছিল। শেষ দিন ছিল ৪ মে। বুধবার 'হ্যান্ড অফ গড' জার্সি বিক্রি হল ৭১ লক্ষ পাউন্ডের বেশি মূল্যে। এই বিখ্যাত জার্সি পেতে সাতজন আগ্রহ দেখিয়েছিল। শেষপর্যন্ত একটি স্পোর্টস মেমোরাবিলিয়া সংস্থা সেই জার্সিটি কেনে। 

এর আগে এতো দাম দিয়ে কোনও স্পোর্টস মেমোরাবিলিয়া বিক্রি হয়নি। ১৮৯২ সালের অলিম্পক ম্যানুস্ক্রিপ্ট বিক্রি হয়েছিল ৮.৮ মিলিয়ন ডলারে। সেটাই সর্বোচ্চ ছিল। এবার সেটাকে চাপিয়ে গেল ম্যারাদোনার 'হ্যান্ড অফ গড' জার্সি। জার্সিটি ৩৫ বছর ধরে ছিল ইংল্যান্ডের সাবেক ফুটবলার স্টিভ হজের কাছে।

সেই বিখ্যাত ম্যাচের পর তার সঙ্গেই জার্সি বিনিময় করেছিলেন ম্যারাদোনা। অবশ্য গত দু'দশক ধরে এই জার্সি জায়গা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহশালায়। বছরের শুরুর দিকে হজ জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, এর আগেও নিলামে উঠেছিল ম্যারাদোনার বাড়ি এবং গাড়ি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে