শুক্রবার, ১৩ মে, ২০২২, ০৯:৪৪:১৮

গোলের রেকর্ড!

গোলের রেকর্ড!

স্পোর্টস ডেস্ক: একটা দুর্দান্ত মুহুর্ত আর আবার সঙ্গে গোলের রেকর্ড! এ যেন ষোলকলা পূর্ণ হলো! বৃহস্পতিবার দিবাগত রাতে লেভান্তের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

 এতে একটি গোল পেয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমা। এই গোলের মধ্যে দিয়ে বেনজিমা ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেসের ৩২৩ গোলের রেকর্ড।  

৭৪১ ম্যাচে ৩২৩ গোল নিয়ে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন রাউল। কিন্তু ৬০৩ ম্যাচ খেলে ৩২৩ গোল করে সেই জায়গা দখল করে নিলেন বেনজিমা। তার সামনে এখন আছেন শুধুই ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার গোল সংখ্যা ৪৫০। 

বেনজিমা ৩২৩ গোলের মধ্যে লা লিগায় করেছেন ২১৯টি, চ্যাম্পিয়নস লিগে ৭৪টি এবং বাকি টুর্নামেন্টগুলোতে করেছেন ৩০টি গোল।

এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন করিম বেনজিমা। সব প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচে করেছেন ৪৪ গোল। রিয়ালকে ৩৫তম লা লিগা জেতাতে রেখেছেন বড় অবদান। পাশাপাশি লস ব্লাংকোসদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতেও রেখেছেন বিরাট ভূমিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে