সোমবার, ১৬ মে, ২০২২, ০৬:৩৪:২৩

নাইমের ক্যারিয়ার সেরা বোলিং, মাথায় হাত বুলিয়ে সাকিবের আর্শিবাদ

নাইমের ক্যারিয়ার সেরা বোলিং, মাথায় হাত বুলিয়ে সাকিবের আর্শিবাদ

স্পোর্টস ডেস্ক: এমন একটা খেলা দেখার অপেক্ষায় ছিল দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে আজ তা দেখাতে সমর্থ হয়েছেন অফ স্পিনার নাইম হাসান। 

দীর্ঘ ১৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই চমক দেখালেন এই টাইগার ক্রিকেটার। আর এমন চমক দেখে নাঈমের মাথায় হাত বুলিয়ে আর্শিবাদ করেন সাকিব আল হাসান।

করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ১০৫ রানে ৬ উইকেট নিয়েছেন নাইম। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে আউট করে তিনি লঙ্কানদের ইনিংসের ইতি টানেন। ক্যারিয়ার সেরা বোলিং করতে গিয়ে ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নেন নাইম।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথম দিন ১৬ ওভারে ৭১ রানে ২ উইকেট নেন নাইম। তার শিকার হয়েছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুনারত্নে।  আজ দ্বিতীয় দিন প্রথম সেশনে দিনেশ চান্ডিমাল ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে নিজের শিকার বানান নাইম।  

শ্রীলঙ্কার শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেন ২২ বছর বয়সী স্পিনার। ২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামের এই ভেন্যুতেই অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই তিনি ৫ উইকেট নিয়েছিলেন। 

এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৮২ রানে ৫ উইকেট। আজ পাঁচ উইকেট শিকারের পর শ্রীলঙ্কার ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ম্যাথুজকে আউট করেন নাইম।

ইনিংসে এটি ছিল নাইমের ৬ষ্ঠ উইকেট। এটাই তার ছোট্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। গত বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নাইম। 

ওই টেস্টের দুই ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসসহ ৮ ম্যাচের ১৩ ইনিংসে  নাঈমের শিকার দাঁড়িয়েছে ৩১ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে