বুধবার, ১৮ মে, ২০২২, ০৪:০৬:১৬

টাইগারদের লিড, হাতে আছে আরো ৫টি উইকেট

টাইগারদের লিড, হাতে আছে আরো ৫টি উইকেট

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিন চলছে। ৩ উইকেটে ৩৮৫ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরেই বাংলাদেশ টানা দুই বলে দুই হারায়, সাজঘরে ফিরে যান লিটন কুমার দাস ও তামিম ইকবাল। জোড়া ধাক্কার পরও বড় লিডে দিকেই যাচ্ছে টাইগাররা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ এরই মধ্যে ৫ উইকেটে ৪০১ রান করে ফেলেছে। এই মুহূর্তে টাইগারদের লিড ৪ রানের, হাতে রয়েছে আরো ৫টি উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করা মুশফিকুর রহিম ৮৯ রানে ব্যাট করছেন। সাকিব অপরাজিত আছেন ১১ রানে।

এর আগে, ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে আজকের খেলা শুরু করে বাংলাদেশ। লাঞ্চের আগে টাইগাররা কোনো উইকেট না হারালেও লাঞ্চের পর প্রথম বলেই লিটনকে উইকেটরক্ষক ডিকভেলার ক্যাচ বানান কানকাশন সাব কাসুন রাজিথা। ১২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় লিটনের।

এরপর মাঠে নামেন গতকাল রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবাল। তবে ১৩৩ রানের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি তিনি, বোল্ড হয়ে গেছেন ওই রাজিথার বলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে