রবিবার, ২২ মে, ২০২২, ০৮:৩৩:৪৮

শেষ পর্যন্ত কপাল খুলল কোহলিদের!

শেষ পর্যন্ত কপাল খুলল কোহলিদের!

স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার ম্যাচে বলটা দিল্লি ক্যাপিটালসের কোর্টেই ছিল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই প্লে-অফ নিশ্চিত। 

তবে এমন সোজাসাপ্টা সমীকরণের ম্যাচটা বের করে আনতে পারল না মুস্তাফিজুর রহমানের দল। রোহিত শর্মার মুম্বাইয়ের কাছে তারা হেরে গেল ৫ উইকেটে। শেষ পর্যন্ত কপাল খুলল কোহলিদের, এই হারে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে বেঙ্গালুরুর।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা। 

মুম্বাইয়ের পেসার জসপ্রীত বুমরার বোলিং তোপে পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারিয়ে বসে দিল্লি। সেই যে খেই হারানোর শুরু, এরপর আর ইনিংস জুড়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি তারা। 

অধিনায়ক ঋষভ পান্তের ৩৩ বলে ৩৯ ও রোভম্যান পাওয়েলের ৩৪ বলে ৪৩ রানের দুটি ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট ১৫৯ রানের লড়াকু সংগ্রহ করে দলটি। মুম্বাইয়ের পক্ষে চার ওভারে মাত্র ২৫ রান খরচায় ৩ উইকেট তুলে নেন বুমরা।

১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে (১৩ বলে ২) হার‍িয়েছিল। তবে অপর ওপেনার ইশান কিশান এবং তিনে নামা ডেওয়াল্ড ব্রেভিসের ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেন। ৩৫ বল থেকে ৪৮ রানে কিশান এবং ৩৩ বলে ৩৭ করা ব্রেভিস ফিরে যাওয়ার পর মুম্বাই ইনিংসের হাল ধরেন টিম ডেভিড।

১৫ তম ওভারে টিম ডেভিড যখন ক্রিজে আসেন, মুম্বাইয়ের তখন ৩৩ বলে প্রয়োজন ৬৫ রান। ম্যাচে তখনও ভালোভাবেই টিকে ছিল দিল্লি। আর তখনই রিভিউ বিড়ম্বনায় পড়েছে দিল্লি। 

নিজের মোকাবিলা করা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ডেভিড। শার্দুল ঠাকুরের করা অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরেছিলেন ডেভিড, দিল্লির অধিনায়ক ও উইকেটরক্ষক পান্ত এবং বোলার দুজনেই আবেদন করেছিলেন। তবে আম্পায়ার তাতে সাড়া দেননি। 

অধিনায়ক এবং বোলার এরপর রিভিউ নেওয়া প্রসঙ্গে লম্বা আলাপ করেন। তবে শেষ পর্যন্ত দুজনেই রিভিউ নেওয়ার বিপক্ষে সিদ্ধান্ত নেন। 

তার কিছুক্ষণ পরেই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে সেই বলের রিপ্লে দেখে দুইজনের মাথায় হাত। বড়সড় একটি এজ মিসের সঙ্গে প্লে-অফে খেলার সম্ভাবনাটাও যে তারা দূরে ঠেলে দিয়েছেন। 

সেই বলের পর আউট হওয়ার আগে ডেভিড খেলেছিলেন আরও দশটি বল, আর সেখান থেকে রান করেছেন ৩৪। আর মুম্বাইয়ও ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে। দুঃস্বপ্নের মৌসুমের শেষটা আনন্দচিত্তেই করে মুম্বাই।

রিভিউ না নেওয়ার সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় দিল্লির জন্য। মুস্তাফিজ অবশ্য এদিনও দিল্লির একাদশে জায়গা পাননি। দিল্লির এই হারে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়েছে কোহলির বেঙ্গালুরুর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে