রবিবার, ২২ মে, ২০২২, ০১:৩২:০৫

শেষ ম্যাচ খেলার পর ধোনির মুখে নতুন স্বপ্নের কথা

শেষ ম্যাচ খেলার পর ধোনির মুখে নতুন স্বপ্নের কথা

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি এ বারের আইপিএলে তার শেষ ম্যাচ খেলে উঠে জানিয়ে দিলেন, পরের বছর তরুণদের নিয়ে নতুন উদ্যমে ফিরে আসবে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচ খেলে ধোনির মুখে নতুন স্বপ্নের কথা শোনা গেল। যাদের নেতৃত্বে দেখা যাবে তাকেই। 

গতবারের চ্যাম্পিয়ন দল কেন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না? সেই প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘‘অনেক নতুন ক্রিকেটারকে নিয়ে এ বারের দল তৈরি হয়েছিল। ওরা যে যে’কটা ম্যাচই খেলুক না কেন, অনেক কিছুই শিখেছে বলে আমি মনে করি। যেটা আগামী বছরের আইপিএলে ওদের অনেক পরিণত করে দেবে।’’ 

নবাগত পেসার মুকেশ চৌধুরীর উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘মুকেশ তো সব ম্যাচই খেলেছে। প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত ছেলেটার খেলা লক্ষ্য করলেই স্পষ্ট হয়ে যায়, ও কী ভাবে উন্নতি করেছে। বিশেষ করে ডেথ ওভারে যে ভাবে বল করছে, সেটা দেখে ইতিবাচক।’’ 

যোগ করেন, ‘‘এই আইপিএল থেকে যে ধরনের শিক্ষা মুকেশ পেল, তা পর্যালোচনা করেই নিজেকে উন্নত করে তুলতে হবে। আমরা নতুন ক্রিকেটারদের কাছ থেকে এটাই চাই। একবার ওরা অভিজ্ঞতা অর্জন করে ফেললে পরের বারের লড়াইয়ের আঙ্গিক এ বারের মতো থাকবে না। আমরা সেটাই চাইছি। ওরা যেটুকু সুযোগ পেয়েছে, তা দারুণ কাজে লাগিয়েছে। এটাও কম কথা নয়।’’

উঠে এসেছে চেন্নাই সুপার কিংসের নতুন ‘লাসিথ মালিঙ্গা’ মাসিথা পাথিরানার প্রসঙ্গও। যাঁকে নিয়ে চেন্নাই সুপার কিংস অধিনায়ক বলেন, ‘‘ও আমাদের দলের মালিঙ্গা। খুব ভাল ক্রিকেটার। ওর বিরুদ্ধে রান করা কঠিন।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে