রবিবার, ২২ মে, ২০২২, ০৪:৪৬:১৩

শচীন-পুত্রকে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুম্বাই সমর্থেকরা

শচীন-পুত্রকে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুম্বাই সমর্থেকরা

স্পোর্টস ডেস্ক: অর্জুন টেন্ডুলকারকে আরও একটা মৌসুম অপেক্ষা করতে হবে। শচীন-পুত্রকে লিগের শেষ ম্যাচেও সুযোগ দিল না মুম্বাই ইন্ডিয়ান্স যার ফলে আইপিএলে অভিষেক করার জন্য আরও প্রতীক্ষা বাড়ল শচীন টেন্ডুলকারের ছেলের। শচীন-পুত্রকে নিয়ে তাই ক্ষোভ উগড়ে দিলেন মুম্বাই সমর্থেকরা।

এই ম্যাচটির কোনও গুরুত্বই নেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তবুও প্রথম একাদশকেই কার্যত মাঠে নামিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিকাংশ ক্রিকেটপ্রেমী আশা করেছিলেন এই ম্যাচে অন্তত অভিষেক হতে চলেছে শচীন-পুত্রের কিন্তু সেই সুযোগ দিল না নীতা আম্বানির দলের অধিনায়ক রোহিত শর্মা। 

মুম্বাই ইন্ডিয়ান্স-এর টিম ম্যানেজমেন্টের এই আচরণে রীতিমতো ক্রুদ্ধ ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অগুণিত ক্রিকেটপ্রেমী। গত বার আইপিএলের নিলামে অর্জুনকে নেওয়া হলেও একটি ম্যাচও তাকে খেলায়নি মুম্বাই। 

এই বছর ৩০ লক্ষ টাকায় তাকে নিলাম থেকে তুলে নিয়েও একটি ম্যাচও খেলানো না মুম্বাই ইন্ডিয়ান্স। সাইড লাইনের ধারে বসেই গত বারের মতো এ বার মরসুম শেষ করতে হল অর্জুনকে। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম একাদশে দু'টি পরিবর্তন করেন রোহিত শর্মা। 

ট্রিস্টান স্টাবসের পরিবর্তে দলে সুযোগ পান ডেওয়াল্ড ব্রেভিস এবং দলে ফেরানো হয় হৃত্বিক শোকিনকে। সঞ্জয় যাদবের পরিবর্তে দলে ফেরেন তিনি। কিন্তু এই দুই পরিবর্তে একটিতেও অর্জুন টেন্ডুলকারের নাম না থাকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দলের অত্যন্ত খারাপ পারফরম্যান্সের মধ্যেও কি সুযোগ দেওয়া যেত না অর্জুনকে? প্রশ্নটা করছে সবাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে