মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ০৬:২৫:০৪

ধোনির সঙ্গে তার তুলনা করবেন না: সৌরভ

ধোনির সঙ্গে তার তুলনা করবেন না: সৌরভ

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএল টুর্নামেন্টে অল্পের জন্য প্লেঅফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। অনেকে দিল্লির পরাজয়ের কারণ হিসেবে ঋষভ পান্থের সিদ্ধান্তহীনতাকেই অভিযুক্তের কাঠগড়ায় তুলছেন। মঙ্গলবার একটি অনুষ্ঠানে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। 

কারণ মহেন্দ্র সিং ধোনি অবসর গ্রহণ করার পর ঋষভ পান্থই ভারতীয় ক্রিকেট দলের প্রথম উইকেটকিপার হিসেবে খেলে যাচ্ছেন। আর সামনেই টি-২০ বিশ্বকাপ। এটা তো আর প্রথমবার নয়, ইতিপূর্বেও বেশ কয়েকবার এই একই ভুল করেছেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় দলে ঋষভের কিপিং রোহিত শর্মার কাছে আদৌ কি কোনও সমস্যা গড়ে তুলতে পারে?

জবাবে সৌরভ বলেন, "দয়া করে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তার কোনও তুলনা করবেন না। ধোনির মধ্যে কতটা অভিজ্ঞতা রয়েছে, সেটার তো একটু দাম দিন! আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সে পাঁচশতাধিক ম্যাচে অধিনায়কত্ব করেছে। ধোনির অভিজ্ঞতা ঋষভকে অর্জন করতে হলে এখনও অনেকটাই সময় লাগবে। ফলে এখনই কোনও তুলনা করা উচিত হবে না।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে