শনিবার, ২৮ মে, ২০২২, ১২:৪০:৪১

ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়াতে মনোবিদের শরণাপন্ন হচ্ছে বিসিবি

ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়াতে মনোবিদের শরণাপন্ন হচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: গত ৮ মে বৈঠক সেরে বের হয়ে সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোচিং প্যানালের সদস্যদের বরাত দিয়ে জানান, টানা দুই টেস্ট অর্থাৎ ১০ দিন ক্রিকেট খেলার মানসিকতা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে।

সে সময় পাপন বলেন, ‘একটা জিনিস ওরা (কোচিং স্টাফ) মনে করে, ১০ দিন খেলার মানসিকতা নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হবে।’

পাপনের বলা মন্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেননি বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। গত ২৬ মে নিজেদেরকে শারীরিকভাবে ফিট দাবি করা বাঁহাতি অলরাউন্ডার নিজেও জানিয়েছেন, টেস্টে মানসিকভাবে পিছিয়ে আছেন তারা। ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়াতে এবার মনোবিদের শরণাপন্ন হচ্ছে বিসিবি।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট ১০ উইকেটে হারের পর এই তথ্য জানান পাপন। পাপন বলেন, ‘অনেক খেলোয়াড়কে ক্লান্ত মনে হচ্ছে। শুরুর দিকে ভালোই খেলে। দ্বিতীয় টেস্টে ৩ দিন পর্যন্ত ভালো খেলে, তারপর পারে না।’

তিনি বলেন, ‘লোক একই, টেকনিক একই, স্কিলও আছে, একই ট্রেনিং দেওয়া হয়েছে- তাহলে এই সময়ে এসে পারে না কেন? নিশ্চয়ই মানসিক কিছু হওয়ার সম্ভাবনা। টেস্টের মাইন্ডসেটের ঘাটতি আছে। অবশ্যই মনোবিদ নিয়ে কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে কাজ করেছি। আমার জানামতে একটা হয়ে যাওয়ার কথা। পরিকল্পনা করা আছে ইতোমধ্যে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে