রবিবার, ০৫ জুন, ২০২২, ০১:১৬:৪৯

প্রতি মাসে ৫০০০ মানুষের খাওয়ানোর খরচ জোগাতে কাজ করতে হয়: গাম্ভীর

প্রতি মাসে ৫০০০ মানুষের খাওয়ানোর খরচ জোগাতে কাজ করতে হয়: গাম্ভীর

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক ক্রিকেটার তথা দিল্লীর বর্তমান সাংসদ গৌতম গাম্ভীর বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে যুক্ত। এজন্য সমালোচকেরা একথা বলতে থাকেন যে সাংসদ হয়েও তিনি আইপিএলের সঙ্গে যুক্ত হয়ে কিংবা কমেন্ট্রি করে অর্থ উপার্জন করেন। এবার পালটা দিলেন গাম্ভীর। 

তার কথায় নিন্দুকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। সাংবাদিক বৈঠকে গৌতম গাম্ভীর সাফ বললেন, একটা মানুষ 'রসোই অভিযান' চালায়, সেটাও আবার নিজের খরচে। সেখানে সাংসদ তহবিলের একটা টাকাও ব্যবহার করা হয় না। প্রতি মাসে ৫০০০ মানুষের খাওয়ানোর খরচ জোগাতে কাজ করতে হয়।

গৌতম গাম্ভীর বললেন, "এক মাসে ৫০০০ লোকজনকে খাবার খাওয়ানোর জন্য ২৫ লাখ টাকা লাগে। বছরে তাহলে ২.৭৫ কোটি টাকা লাগে। ২৫ লাখ টাকা খরচ করেছি ওই লাইব্রেরিটা বানানোর জন্য। এটা তো আর সাংসদ তহবিল তহবিল থেকে হয়নি। সাংসদ তহবিল থেকে ৫০০০ লোকের জন্য জন রসোইও চালানো হয় না।"

তিনি বলেন, "এই লোকগুলোকে খাওয়ানোর জন্য এবং লাইব্রেরি বানানোর জন্য আমাকে কাজ করতে হয়। একথা বলতে আমার কোনও লজ্জা নেই যে আমি কমেন্ট্রি করি কিংবা আইপিএল টুর্নামেন্টে কাজ করি। কিন্তু তার পিছনে একটা অনেক বড় স্বার্থ রয়েছে।"

গৌতম গাম্ভীর সাংসদ হিসাবেই জন রসোই অভিযান শুরু করেছিলেন। এখানে মাত্র ১ টাকায় মানুষজন খেতে পারে। ভারতের রাজধানী দিল্লীর বিভিন্ন স্থানে গৌতম গাম্ভীর একাধিক এমন 'রসোই' তৈরি করেছেন। ২০১৯ সালে গৌতম গাম্ভীর লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করেছেন। তিনি পূর্ব দিল্লি লোকসভার সাংসদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে