বুধবার, ১৫ জুন, ২০২২, ০৫:১৪:৫৯

জয় স্বস্তি দিলেও যে কারণে উদ্বিগ্ন অধিনায়ক ঋষভ পান্থ

জয় স্বস্তি দিলেও যে কারণে উদ্বিগ্ন অধিনায়ক ঋষভ পান্থ

স্পোর্টস ডেস্ক: ৫ ম্যাচ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো ভারত। ৩য় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারিয়ে সিরিজে লড়াইয়ে থাকল ভারত। অধিনায়ক হিসেবে প্রথম জয় পেলেন ঋষভ পান্থ। 

স্বভাবতই তিনি খুশি। তার মতে পরিকল্পনার সঠিক প্রয়োগেই এসেছে গুরুত্বপূর্ণ জয়। জয়ের জন্য দলের ব্যাটার এবং বোলারদের কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক পান্থ। বোলারদের পারফরম্যান্সে তিনি খুশি। তবে ব্যাটিং নিয়ে উদ্বেগ রয়েছে তার।

ম্যাচের পর তিনি বলেছেন, ‘‘আমাদের মনে হয়েছিল ১৫ রান কম করেছি। কিন্তু, সেটা নিয়ে বেশি ভাবিনি আমরা। বোলাররা দুর্দান্ত পারফর্ম করল। ভারতের উইকেটে মাঝের ওভারগুলো স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়।’’ 

পান্থ বলেন, ‘‘তাই ওদের উপর পারফর্ম করার চাপ থাকেই। ওরা সেই চাপ সামলেই দুরন্ত বোলিং করেছে। তাতেই ম্যাচের ফল আমাদের পক্ষে এসেছে। তবে ব্যাটিংয়ে মাঝের ওভারগুলোর ব্যর্থতা আমাদের জন্য উদ্বেগের।’’ 

মিডল অর্ডারের কাছ থেকে আরও ভাল কিছু আশার কথা জানিয়ে তিনি বলেন, ''ভাল শুরুর পরেও আমরা প্রত্যাশিত রান করতে পারছি না। এটা ঠিক নতুন ব্যাটারের পক্ষে উইকেটে গিয়েই ছন্দ পাওয়া কঠিন। তবু, এই জায়গাটায় আমাদের উন্নতি করতে হবে পরের ম্যাচের আগে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে