বুধবার, ১৫ জুন, ২০২২, ১১:৫৬:১৯

সাকিবের সমর্থন পেলেন মুস্তাফিজ

সাকিবের সমর্থন পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : টেস্ট খেলতে না চাওয়া মুস্তাফিজুর রহমান অনেকটা বোর্ডের রোষানলে পড়েই আবার সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন। উইন্ডিজের বিপক্ষে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে আছে তার নাম। 

এই বাঁহাতি পেসারকে এই ফরম্যাটে নিয়মিত পাওয়া যাবে কি না এনিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব নিয়ে এখনই আলোচনা চাইছেন না টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এমন অবস্থায় বরং মুস্তাফিজের সিদ্ধান্তকে সমর্থন জানালেন সাকিব। 

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আজ বুধবার অ্যান্টিগায় প্রেস কনফারেন্সে সাকিব বলছিলেন, ‘দেখুন একেকজনের প্রেফারেন্স একেক রকম থাকতে পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নাই। মুস্তাফিজ যদি প্রেফার করেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়, এবং ওটা যদি ওর জন্য ভালো হয় তাহলে আমার মনে হয় সেটাই আমাদের সম্মান করা উচিত।’

সঙ্গে যোগ করেন সাকিব, ‘অধিনায়ক হিসেবে আমি যদি দুই ম্যাচের কথা চিন্তা করি, আমি এটার দিকে ফোকাস করতে চাচ্ছি এবং আমি নিশ্চিত ও খুবই মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। কিন্তু আপনি যদি দীর্ঘ পরিসরের কথা বলেন, আমি জানি না ওর মনে কি আছে, টেস্ট খেলতে চায় কি না চায়। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই আলাদা আলাদা কিছু প্রেফারেন্স থাকে, পছন্দ থাকে, কমফোর্ট জোন থাকে। সেটাকে সম্মান করা উচিত।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ টেস্ট খেলেছেন মুস্তাফিজ, প্রায় দেড় বছর আগে চট্টগ্রামে সেই টেস্টে প্রতিপক্ষ ছিল এই উইন্ডিজ। এই দীর্ঘ সময়ে লাল বলের সঙ্গে সম্পর্কটা মলিন হয়েছে বাঁহাতি পেসারের। 

এর মাঝে তো টেস্টের প্রতি অনীহার কথা প্রকাশ্যে বলেছেন মুস্তাফিজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে টেস্ট সিরিজে মাঠে নামার আগে তিনদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচেও নিরব ভূমিকায় ছিলেন কাটার স্পেশালিস্ট। সাকুল্য বল করেছেন মোটে ৬ ওভার।

এই সিরিজ দিয়ে তৃতীয় ধাপে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া সাকিব মনে করছেন, সে যাই হোক, এই সিরিজে পূর্ণ মনোযোগ মুস্তাফিজের। সাকিবের জবাব, ‘যেহেতু সে এই সিরিজে আছে, আমার মনে হয় নিশ্চিত ও মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। এবং এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে