রবিবার, ১৯ জুন, ২০২২, ০১:০২:২৫

মুমিনুল-শান্তদের সমস্যা কোথায়? জানালেন কোচ ডমিঙ্গো

মুমিনুল-শান্তদের সমস্যা কোথায়? জানালেন কোচ ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক: অধিনায়কত্ব ছেড়েও হতাশার বৃত্ত ভাঙতে পারছেন না, রানের দেখা পাচ্ছে না মুমিনুল হক। অ্যান্টিগা টেস্টেও নিষ্প্রাণ মুমিনুলের ব্যাট। সঙ্গে ধারাবাহিকভাবে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুইজনই শূন্য রানে ফিরেছেন। 

দ্বিতীয় ইনিংসে মুমিনুল ৪ আর শান্ত করেন ১৭ রান। মুমিনুল-শান্তদের সমস্যা কোথায়? জানালেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। মুমিনুল-শান্তসহ টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন বলে জানালেন ডমিঙ্গো। টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।

ডমিঙ্গো বলেন, ‘এই মুহূর্তে ছেলেদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে। আমাদের বড় কিছু খেলোয়াড়; মুমিনুল, শান্তসহ কিছু ছেলে আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেটা নেই।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তিন দিনের খেলা শেষ হয়েছে। যেখানে হারের প্রহর গুনছে সফরকারীরা। প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে ২৬৫ রানে। এতে মাথায় ওপর ১৬২ রানের লিড দাঁড়ায়।

এই রান শোধ দিয়ে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের লিড সাকিব আল হাসানের দলের। তাতে ক্যারিবীয়দের সামনে ৮৪ রানের লক্ষ্য দাঁড়ায়। দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে স্বাগতিকরা। জয়ের জন্য বাংলাদেশ দলের প্রয়োজন আর ৭ উইকেট আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩৫ রান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে