সোমবার, ২০ জুন, ২০২২, ০২:৩২:২৮

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানের সুখবর

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানের সুখবর

স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছে পাকিস্তান। বাবর আযম শীর্ষস্থান ধরে রেখেছেন। ইমাম উল উঠে এসেছেন দুইয়ে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সেরা দুই ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই পাকিস্তান ব্যাটার। এবার ওয়ানডে র‌্যাংকিংয়ে সুখবর পেল দলটি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। ওই সিরিজ জয়ের জন্য পয়েন্ট পেয়েছে দলটি। তবে র‌্যাংকিংয়ে উন্নতি শুধু ক্যারিবীয়দের ধবলধোলাই করার জন্য হয়নি। বরং তিনে থাকা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে হারায় তিনে উঠেছে পাকিস্তান।

পাল্লেকেলেতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে হারে অজিরা। ওই হারে তারা পয়েন্ট হারিয়েছে। ভারতের সমান ১০৫ পয়েন্ট নিয়ে তারা আছে চারে। ভারত আছে পাঁচে। অন্যদিকে ১০৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠেছে তিনে।

র‌্যাংকিংয়ে সেরা অবস্থানে আছে নিউজিল্যান্ড (১২৫ পয়েন্ট)। দ্বিতীয় অবস্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক। শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের এখনও তিন ম্যাচের ওয়ানডে বাকি। ওই তিন ম্যাচেই জিতলে আবার র‌্যাংকিংয়ে তিনে উঠবে অ্যারন ফিঞ্চের দল। একটি হারলেই নেমে যাবে পাঁচে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে