সোমবার, ২০ জুন, ২০২২, ০২:২০:২৩

'যে ব্যাটসম্যান পিচেই শুয়ে পড়েন, সে আর কী ব্যাটিং করবেন'

'যে ব্যাটসম্যান পিচেই শুয়ে পড়েন, সে আর কী ব্যাটিং করবেন'

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ। প্রথম দুই ম্যাচ্ব হারের পর পন্থের অধিনায়কত্বে দল পরের দুই ম্যাচে জিতে সিরিজে ২-২ সমতায় ফিরেছে। 

তবে পান্তের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। শেষ চার ম্যাচে তিনি মাত্র ৫৭ রান করেছেন, তার গড়ও ১৪.২৫। পন্থের সমালোচনা করছেন একাধিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। এবার বলিউড অভিনেতা কামাল রশিদ খান (কেআরকে) পান্থের খারাপ ব্যাটিং নিয়ে কটাক্ষ করেছেন।

পান্থের ব্যাটিং ফর্ম নিয়ে কেআরকে বলেছেন, “যে ব্যাটসম্যান পিচেই শুয়ে পড়েন, সে আর কী ব্যাটিং করবেন?” রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি -২০ ম্যাচের পর টুইটারে কেআরকে লিখেছেন, “আমি সত্যিই বুঝতে পারছি না পান্ত কীভাবে আন্তর্জাতিক ক্রিকেট দলের সদস্য হতে পারেন? যে খেলোয়াড় পিচে প্রতিটি বলে শুয়ে থাকে সে কীভাবে ভালো খেলোয়াড় হতে পারে?” 

কামাল খান তার টুইটের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। এবার তিনি পান্থের ব্যাটিংকে নিশানা করেছেন। তবে কেআরকে-র এই অনেকেই সমর্থন করছেন সোশ্যাল মিডিয়ায়। আইপিএল ২০২২ থেকেই খারাপ ফর্মে রয়েছেন পান্থ। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় একটিও হাফ সেঞ্চুরি করেননি তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে