বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ০৩:১৬:১০

নেইমারকে পিএসজি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে

নেইমারকে পিএসজি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে

স্পোর্টস ডেস্ক: দলবদলের সব রেকর্ড ভেঙে ২০১৭ সালে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। তবে যে কারণে তাকে দলে টানা, সেই চ্যাম্পিয়ন্স লিগের দেখাই মেলেনি কখনো। চলতি দলবদলেই তাকে দলছাড়া করছে পিএসজি। 

ক্লবা ছাড়ার ইচ্ছা না থাকলেও নেইমারকে পিএসজি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর তাতে বড় হাত আছে তারই সতীর্থ কিলিয়ান এমবাপের। যদিও পিএসজি ছাড়ার কোনো ইচ্ছাই নেই নেইমারের। মরিসিও পচেত্তিনোর অধীনে লিগ আঁ’র শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি। 

তবু পিএসজির মৌসুমটাকে ব্যর্থই ধরা হচ্ছে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ যে জিততে পারেনি। জিততে তো পারেইনি, বিদায় নিয়েছে শেষ ষোল থেকে, রিয়াল মাদ্রিদের কাছে হেরে। সেই হার মেনে নিতে পারেননি সমর্থকরা।

এর ফলে পিএসজির ম্যাচে দুয়ো শুনতে হয়েছিল নেইমারকে, রেহাই পাননি মেসিও। এরপরও পিএসজি নেইমারকে ধরে রাখত, যদি না নেইমারের আচরণ, মাঠের বাইরে ব্রাজিল তারকার ব্যবহার ভালো হতো কিন্তু পিএসজি ফরোয়ার্ড মাঠের চেয়ে মাঠের বাইরের আচরণ দিয়ে বেশি আলোচনায় এসেছেন শেষ কিছু দিনে। 

এই কারণেই নেইমারকে চলতি দলবদলে ছেড়ে দেওয়ার ইচ্ছা ক্লাবটির। আর এতে বড় অবদান আছে এমবাপের পিএসজিতে থেকে যাওয়ার। ফরাসি এই ফরোয়ার্ড পিএসজি ছাড়লে হয়তো নেইমারকে রেখে দিত দলটি। তবে তা হয়নি বলেই নেইমারকে এখন তাড়িয়ে দিতে চায় পিএসজি, সেটাও চলতি দলবদলেই।

এছাড়াও এমবাপের সঙ্গে নেইমারের সম্পর্কটা অনেক দিন ধরেই ঠিক উষ্ণ নয়। নেইমার অবশ্য ক্লাব ছাড়তে আগ্রহী নন। গেল বছরই নতুন চুক্তিতে সই করেছেন ক্লাবটির সঙ্গে, ২০২৫ সাল পর্যন্ত আছে চুক্তিও। সেটা পূরণ করে তবেই পিএসজি ছাড়ার ইচ্ছা নেইমারের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে