বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১১:৩৮:১৫

ফের দলবদলের আলোচনায় রোনাল্ডো

ফের দলবদলের আলোচনায় রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক: বছর ঘুরতে না ঘুরতেই ফের দলবদলের আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত বছর সবাইকে চমকে দিয়ে নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন তিনি। 

বিশ্ব ফুটবলের ওল্ড লেডি জুভেন্তাস থেকে যোগ দিয়েছিলেন। শোনা যাচ্ছে এবার ফের পুরনো দলেই ফিরতে পারেন তিনি। তাঁর ম্যানেজার জর্জ মেনডেস ইতিমধ্যেই জুভেন্তাসের সঙ্গে যোগাযোগ করেছেন। রিপোর্ট অনুযায়ী, জুভেন্তাস রোনাল্ডোর প্রস্তাবে কোনও সাড়া দেয়নি এখনও।

যদি রোনাল্ডোকে জুভেন্তাসে আসতে হয় তাহলে আর্থিক দিল থেকে সমস্যায় পড়তে পারে ক্লাব। মনে করা হচ্ছে রোনাল্ডো এক্ষেত্রে কিছুটা মানিয়ে নিতে প্রস্তুত। 

বেতন কমিয়ে তিনি যোগ দিতে পারেন পুরনো ক্লাবে। তবে তিনি একমাত্র প্লেয়ার নন ফরাসি মিডফিল্ডার পল পোগবা আলোচনা করছেন তুরিনে ফেরার ব্যাপারে। সেটা অনেকদূর এগিয়েছে বলে শোনা যাচ্ছে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। কারণ গত মরশুমে তিনি মাত্র ২৪টা গোল করেছেন। দল চ্যাম্পিয়ন্স লিগে প্রবেশ করাতে পারেননি। মূলত চ্যাম্পিয়ন্স লিগের জন্যই রোনাল্ডোকে দলে নিয়েছিল। EPL-এ তারা ষষ্ঠ স্থানে শেষ করে। ঘরোয়া কাপও জিততে পারেনি রেড ডেভিলসরা।

অপর একটি সূত্রের মতে, দলের প্লেয়ার নেওয়া নিয়ে খুশি নন রোনাল্ডো। ট্রান্সফার মার্কেট থেকে বর্তমানে সব দলই নামী দামি প্লেয়ার সই করাচ্ছে। ইউনাইটেড যেখানে অনেক পিছিয়ে। অন্য়দিকে পল পোগবা (Paul Pogba) ও এডিনসন কাভানি দল ছাড়ছেন। এই পরিস্থিতিতে রোনাল্ডো অসন্তুষ্ট।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবার এরিক টেন হ্যাগকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে। কিন্তু এখনও প্লেয়ার সই করায়নি। দে জংয়ের সঙ্গে কথাবার্তা চলছে তবে ট্রান্সফার ফি নিয়ে বার্সেলোনার সঙ্গে এখনও কিছু চূড়ান্ত হয়নি। 

তারা এজাক্সের ডিফেন্ডার জুরিন টিম্বারকে প্রস্তাব দিয়েছিল, যদিও তিনি দল বদলে ইচ্ছুক নন বলে খবর। অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটি ইতিমধ্যে এরলিঙ্গ হাল্যান্ডকে  সই করিয়েছে। 

লিভারপুল সই করিয়েছে ডারউইন নুনেজকে। টটেনহ্যামও একাধিক ভালো প্লেয়ারকে সই করিয়েছে। অন্যদিকে ক্লাব কর্তারা দলের ম্যানেজার এরিক টেন হ্যাগের উপর ভরসা করছেন, যাতে কিছুটা চাপে রয়েছেন CR7।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে