রবিবার, ৩১ জুলাই, ২০২২, ০১:১০:৪০

এই দুইজন ভারতীয় দলে ভারসাম্য আনতে পারেন: রবি শাস্ত্রী

এই দুইজন ভারতীয় দলে ভারসাম্য আনতে পারেন: রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত দলে কারা সুযোগ পাবেন? অনেক দিন ধরেই ভারতীয় ক্রিকেটে প্রশ্নটা ঘুরছে। চেষ্টা চলছে প্রত্যেককে সমান ভাবে সুযোগ দেওয়ার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তেমনই অনেকে জায়গা পাচ্ছেন। 

রবি শাস্ত্রী দুইজন অলরাউন্ডারকে খুঁজে বের করলেন, যারা ভারতীয় দলে দারুণ ভারসাম্য এনে দিতে পারেন। শুধু টি-২০ বিশ্বকাপ নয়, ভারতের সাবেক কোচ সব ফরম্যাটের কথা ভেবেই এই দুইজনকে বেছে নিয়েছেন।

রবি শাস্ত্রীর মতে, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল আগামী দিনে ভারতীয় দলে যথেষ্ট ভারসাম্য দিতে পারেন। দুই অলরাউন্ডারকেই কাছ থেকে দেখেছেন ভারতের সাবেক কোচ। এই দুইজন ভারতীয় দলে ভারসাম্য আনতে পারেন বলে মনে করেন রবি শাস্ত্রী।

তিনি বলেছেন, “জাদেজা অনেক উন্নতি করেছে। এই দলে ওর ভূমিকা কী, সেটা এখন ভাল বুঝতে পেরেছে। আমার মতে, এই সফরে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে অক্ষর প্যাটেলের। সে বুঝতে পারছিল যে নিজের প্রতিভার প্রতি সুবিচার করছে না। এই সফরে নিজের আসল খেলাটা বের করে এনেছে সে।”

শাস্ত্রীর সংযোজন, “দুজন ক্রিকেটারেরই অনেক প্রতিভা রয়েছে। ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে পারে ওরা। এ ভাবে খেলতে থাকলে ভারতীয় দলে অনেক বেশি ভারসাম্য তৈরি হবে।” 

প্রসঙ্গত, এক দিনের সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতরান করেন অক্ষর। বল হাতেও তার পারফরম্যান্স সন্তোষজনক। জাদেজা এক দিনের সিরিজে না খেললেও প্রথম টি-২০ ম্যাচে ভাল বোলিং করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে