শনিবার, ০৬ আগস্ট, ২০২২, ০৫:০১:১৬

দুইজনের অবস্থা একই রকম: মোহাম্মদ হাফিজ

দুইজনের অবস্থা একই রকম: মোহাম্মদ হাফিজ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাট কোহলিকে দেখা যাচ্ছে না। বিশ্রামে রয়েছেন তিনি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। দেখা যেতে পারে এশিয়া কাপে। কোহলির সঙ্গে হঠাৎই পাকিস্তানের বোলার হাসান আলির তুলনা করলেন মোহাম্মদ হাফিজ। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক হাফিজ মনে করেন, কোহলি অতিরিক্ত মানসিক চাপে পড়ে যাওয়ার কারণে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে। একই অবস্থা হয়েছে হাসানেরও। এক টানা খেলতে খেলতে তিনি এতটাই মানসিক চাপে পড়েন যে, খারাপ খেলতে থাকেন। তাঁকে বাদ দেওয়া হয়েছে। হাফিজের মতে, হাসানকে অনেক আগেই বিশ্রাম দেওয়া উচিত ছিল।

পাকিস্তানের এক সংবাদপত্রে হাফিজ বলেছেন, “গত ১০ বছরে কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ওর একই সমস্যা হচ্ছে। প্রচণ্ড মানসিক চাপে পড়েছিল বলেই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমার মতে, সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

একই সঙ্গে হাসানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাফিজ বলেছেন, “হাসান দলের অন্যতম সেরা বোলার। কেরিয়ারের কিছু সময়ে ক্রিকেটারদের ছন্দ ভাল যায় না। তখন তাদের বিশ্রাম দিতে হয় কিন্তু হাসানকে এমন অনেক সিরিজে খেলতে হয়েছে, যেখানে ওকে বিশ্রাম দেওয়াই যেত।”

পাকিস্তানি তারকা আরও বলেন, “মানসিক ভাবে হাসান সেই চাপ সামলাতে তৈরি ছিল না। এখন খারাপ খেলার কারণে ওকে বাদ দেওয়া হয়েছে। প্রত্যেক ক্রিকেটারের বিরতি দরকার। ভারতীয় বোর্ড খুবই ভাল সিদ্ধান্ত নিয়েছে কোহলিকে বিশ্রামে পাঠিয়ে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে