স্পোর্টস ডেস্ক: আসল ঘটনাটি ঘটে পঞ্চম ওভারে। ওভারের শেষ বলে পুরান দ্রুত গতিতে ১ রান চুরি করার চেষ্টা করেন। তাঁর মারা বল গিয়ে পড়ে সঞ্জু স্যামসনের (Sanju Samson) হাতে।
স্যামসন পন্থকে বলটা দেন এবং বলটি উইকেটরক্ষকের নিরাপদ গ্লাভসে ধরা পড়ে। সেই সময় পুরান রান নেওয়ার জন্য ক্রিজের মাঝামাঝি চলে এসেছেন। তাঁর সঙ্গী সেই সময় ক্রিজ ছেড়ে বেরোননি।
ODI সিরিজের পর টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের উপর দাপট অব্যাহত ভারতের। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৩-১ এ এগিয়ে ইতিমধ্যে জিতেছে ভারত। এবার নিয়মরক্ষার পঞ্চম ম্যাচ খেলতে নামবে।
সবকটা ম্যাচই প্রায় আরামে জিতেছে ভারত। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে যা মানসিক দিক থেকে দলকে এগিয়ে রাখবে। এই পরিস্থিতিতে চতুর্থ ম্যাচে এমন ঘটনা ঘটল যা দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।
চতুর্থ টি-২০ তে রোহিত শর্মা (Rohit Sharma) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা ঋষভ পন্থকে ধমক দিচ্ছেন। আসলে এই পুরো ব্যাপারটা নিকোলাস পুরানকে (Nicholas Pooran) নিয়ে। ভক্তরাও ভিডিয়োতে মজার প্রতিক্রিয়া দিচ্ছেন।
চতুর্থ টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান ভালো ফর্মে ছিলেন এবং ভারতের জন্য ক্রমে দুর্বেধ্য হয়ে উঠছিলেন। ৮ বলে ৩টে ছয় ও ১টা চারের সাহায্যে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন উইন্ডিজ অধিনায়ক। বিশেষ করে অক্ষর প্যাটেলের ওভারে বেশি রান করেছেন তিনি।
আসল ঘটনাটি ঘটে পঞ্চম ওভারে। ওভারের শেষ বলে পুরান দ্রুত গতিতে ১ রান চুরি করার চেষ্টা করেন। তাঁর মারা বল গিয়ে পড়ে সঞ্জু স্যামসনের (Sanju Samson) হাতে।
স্যামসন পন্থকে বলটা দেন এবং বলটি উইকেটরক্ষকের নিরাপদ গ্লাভসে ধরা পড়ে। সেই সময় পুরান রান নেওয়ার জন্য ক্রিজের মাঝামাঝি চলে এসেছেন।
তাঁর সঙ্গী সেই সময় ক্রিজ ছেড়ে বেরোননি। পুরান বুঝতে পেরেছিল যে এখন আর সুযোগ নেই এবং সে ফিরে যাওয়ার চেষ্টাও করেননি।
এদিকে, পন্থ মজা করার জন্য বল হাতে উইকেটের কাছে কয়েক সেকেন্ড অপেক্ষা করেন। সেই সময় দেখা যায় ভারতীয় দলের সদস্যরা আনন্দ শুরু করে দেন। এটা দেখে রোহিত দৌড়ে এসে চিৎকার করে পন্থকে বলেন আউট করতে। পন্থ সেটাই করেন।
এটা আগেও দেখা গেছে যে বোলাররা স্টাম্প ছেড়ে অনেকটা বেরিয়ে গেলে উইকেটরক্ষক বেশ কিছুক্ষণ বলটা ধরে থাকেন। তারপর আউট করেন।
সবাই এটা মজা করার জন্যই করে থাকেন। চতুর্থ ম্যাচে ৫৯ রানে জেতে ভারত। ম্যাচের সেরা হন আবেশ খান। তবে ভারতের পুরো বোলিং ইউনিট দুর্দান্ত পারফরম্যান্স করেছে।-এই সময়