মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ০৯:০৮:১৭

আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫

আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে চলে এসেছে আরেকটি ফুটবল বিশ্বকাপ। হাতে আছে আর মাত্র ৪ মাস। কঠিন লড়াইয়ে মাঠে নামবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল দলগুলি। 

আগামী নভেম্বরে কাতারে আয়োজিত জাঁকজমকপূর্ণ আসরটিতে অংশগ্রহণকারী দলগুলোর মূল লক্ষ্যবস্তু ৬ হাজার ১৭৫ গ্রামের সোনার ট্রফিটি। পরিসংখ্যান বলছে, ৯২ বছরের ইতিহাসে যেটা ঘরে তোলার সৌভাগ্য হয়েছে কেবল আটটি দেশের। তবে চলুন এক নজরে দেখে নেয়া যাক ফিফা বিশ্বকাপে কোন দেশ কয়টি শিরোপা জিতেছে?

আরও পড়ুন: জিম্বাবুয়ের এমন জয়ের কারণ জানালেন তামিম

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের। তাদের ঘরে আছে পাঁচটি শিরোপা। যৌথভাবে দ্বিতীয় স্থান দখলে রেখেছে ইউরোপের দেশ ইতালি ও ফ্রান্স।

এদিকে দু'দেশের দখলে আছে সমান চারটি করে বিশ্বকাপ ট্রপি। এছাড়া দুটি করে বিশ্বকাপ আছে আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ের দখলে। 

আরও পড়ুন: ঘটনাটি ঘটে পঞ্চম ওভারে, পন্থের উপর ক্ষেপলেন রোহিত
অন্তত একবার করে শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার সৌভাগ্য হয়েছে ইংল্যান্ড ও স্পেনের। অর্থাৎ ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫ বার বিশ্বকাপ ট্রপি নিজেদের করে নিতে পেরেছেন।

এবার কাতারে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। ১৯৩০ সাল থেকে আয়োজিত ক্রীড়া দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টটি প্রতি চার বছর পর পর আয়োজিত হলেও, মাঝে বিরতিতে গেছে দুটি আসর। ১৯৪২ ও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মাঠে গড়ায়নি পৃথিবীর দ্য গ্রেটেস্ট শো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে