স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরুর আগ থেকেই ছিল বৃষ্টি। এজন্য টস হয় ৪ ঘণ্টা দেরিতে। লাঞ্চ বিরতির পর টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশকে।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ! প্রথম দিনে মাত্র ৩৪ ওভার খেলা হয়েছে। বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরেছেন ৪১ বলে ১৭ রান করে। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!
এরপর দিনের বাকিটা সময় ভালোভাবেই কাটিয়েছেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। সাইফ ৬৮ বলে ২৩ ও সাদমান ৯৭ বলে ২২ রানে অপরাজিত আছেন। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন! আরও পড়ুন: আর্জেন্টিনার বিপক্ষে খেলা নিয়ে যে অনুরোধ জানাল ব্রাজিল
মাহমুদুল হাসান জয়ের উইকেটটি নিয়েছেন ক্যারিবীয় বোলার কলিন। ৫ ওভারে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে উইকেটটি পান তিনি। উল্লেখ্য যে, বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার প্রথম চারদিনের টেস্টটি ড্র হয়েছে। আরও পড়ুন: অবাক তামিম ইকবাল, যে প্রশ্নের উত্তর খুঁজছেন!