স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ও ফুটবল নিয়ে কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের আগ্রহ নতুন নয়। সুযোগ পেলেই নেমে পড়েন মাঠে। ইতিহাসের এ দ্রুততম মানবকে দিতে হলো কঠিন কিছু প্রশ্নের উত্তর, যা নিয়ে আগে থেকেই বিভক্ত ক্রিকেট ও ফুটবলপ্রেমীরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সম্মেলনে যুক্ত হয়ে উসাইন বোল্ট এসব প্রশ্নের উত্তর দেন। আরও পড়ুন: মেসি করেছেন ৬ গোল, ‘অসম্ভব’, আদতে হয়েছেও তাই!
এ ছাড়া জ্যামাইকান তারকা ক'রোনা মহামা'রি, ক্যারিয়ার, বর্ণবাদ, অনুশীলন, তারকা ইমেজ, পিতৃত্ব ও ক্রিকেট নিয়ে ক্রীড়া সাংবাদিক আয়াজ মেননের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন। আয়াজ বোল্টকে কিছু ছোট ছোট প্রশ্ন করেন।
প্রথম প্রশ্ন ছিল: টি-টোয়েন্টি না টেস্ট ক্রিকেট। বোল্ট: টি-টোয়েন্টি। এর পরের প্রশ্ন: শচীন টেন্ডুলকার না ব্রায়ান লারা। বোল্ট: অবশ্যই লারা (একটু ভেবেচিন্তে)।
এর পরের প্রশ্ন: রোনাল্ডো না মেসি। বোল্ট: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!
এর পর বোল্টকে আয়াজ জিজ্ঞাসা করেন মাইকেল ফেলপস না উসাইন বোল্ট অলম্পিকের সর্বকালের সেরা।
তখনই হেসে দেন উসাইন বোল্ট।
এর পর বোল্ট বলেন, আমাকে একটু চিন্তা করার সুযোগ দিন। এর পর কিংবদন্তি এ দৌড়বিদ জবাব দেন, উসাইন বোল্ট।
এদিন স্প্রিন্ট ট্র্যাকের কিংবদন্তি উসাইন বোল্ট তরুণ অ্যাথলেটদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন।