স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন এশিয়া কাপ শুরু করবে ভারত। ওই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতই জিতবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
তার মতে, শুধু পাকিস্তানকেই হারানো নয়, এবারের এশিয়া কাপের ১৫তম আসরের চ্যাম্পিয়নও হবে ভারত। এখন পর্যন্ত অনুষ্ঠিত এশিয়া কাপের ১৪ আসরের মধ্যে ভারত ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে।
সর্বশেষ দুই আসরেরও চ্যাম্পিয়ন ভারত। ২০১৬ ও ২০১৮ সালের দুই আসরের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত শিরোপা ঘরে তুলেছিল। আরও পড়ুন: কাকে বেছে নিলেন এমবাপে? মেসি নাকি রোনালদো? জানুন
২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে ৮ উইকেটে ও ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের ফাইনালে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল ভারত। আরও পড়ুন: বাংলাদেশ দলের এবার যে সমস্যার কথা জানা গেল!
তাই এবার হ্যাটট্রিক ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে তারা আসন্ন আসর শুরু করবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ৮ম শিরোপা জয়ের মিশন।
গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেটাই ছিল যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।
তাই আগামী ২৮ আগস্ট এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে। তেমনই টান-টান উত্তেজনা বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে।
ভারত-পাকিস্তানের ওই ম্যাচ নিয়ে আলোচনা এখন সর্বত্র। সেই আলোচনায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।
আইসিসির ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, 'আমি মনে করি, পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচটি ভারতই জিতবে। পাকিস্তানকে খাটো করছি না।
ক্রিকেট জাতি হিসেবে তারা অসাধারণ। তারা ধারাবাহিকভাবে দারুণ সব ক্রিকেটার উপহার দিয়ে যাচ্ছে। শুধু এশিয়া কাপে নয়, যে কোনো টুর্নামেন্টেই ভারতের বিপক্ষে জয় পাওয়া কঠিন।
আমার মনে হয় যতবারই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করব, সেখানে খুব ভালোভাবেই থাকবে ভারত। ভারতীয় দলের গভীরতা নিশ্চিতভাবেই অন্য দলগুলোর চেয়ে ভালো। আমার মনে হয় এশিয়া কাপ ভারতই জিতবে। '