শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৭:২২

বুঝিয়ে দিলেন ডেভিড বেকহ্যাম

বুঝিয়ে দিলেন ডেভিড বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক : তিনি টেলিভিশনের জন্য তথ্যচিত্র বানাচ্ছেন, খবরটা প্রথমবার জানার পর, তাচ্ছিল্যের হাসি হেসেছিলেন অনেকেই৷ কিন্তু তাতে যে তার আদৌ কিছু যায় আসে না, বুঝিয়ে দিলেন ডেভিড বেকহ্যাম৷ কিছুদিন আগে সাত মহাদেশ ঘুরে, সাতটি ফুটবল ম্যাচ খেলেছিলেন বেকহ্যাম৷ এই সফর নিয়ে তথ্যচিত্র৷

যেখানে গায়ানার মানুষের সঙ্গে আলাপ, নেপালে ভূমিকম্প বিধ্বস্ত মানুষের সঙ্গে পরিচয়, আফ্রিকার উদ্বাস্তু বস্তি— সব ঘুরে দেখেছিলেন তিনি৷ আর বুঝেছিলেন, পরিস্থিতি যতটা ভয়ঙ্করই হোক, শোক, দুঃখ, সব ভুলিয়ে দিতে পারে ফুটবল৷ ফুটবলের প্রতি আবেগ৷

বেকহ্যাম জানিয়েছেন, ‘এই তথ্যচিত্রটি বানাতে গিয়ে মনে হয়েছে, এই ঘটনা সাধারণ মানুষের হৃদয় অবশ্যই ছুঁয়ে যাবে৷ যেখানে বেঁচে থাকাটাই কঠিন, সেখানে ফুটবল কীভাবে হাসি ফিরিয়ে আনে আতঙ্কে বেঁচে থাকা মানুষগুলোর মুখে, সেটা ওই সফরে বুঝেছিলাম৷ এ এক দুর্দান্ত সফর৷ আমি নিজের জীবনের সেই অভিজ্ঞতা, সেই ভাললাগাই তুলে ধরেছি তথ্যচিত্রে৷ ফুটবলই পারে মানুষকে প্রেরণা দিতে৷ নতুন করে বেঁচে থাকার রসদ জোগাতে৷’
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে