মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪৮:২৯

চ্যাম্পিয়ন বীরদের স্বাগত জানাতে কলম্বোর রাস্তায় জনসমুদ্র

চ্যাম্পিয়ন বীরদের স্বাগত জানাতে কলম্বোর রাস্তায় জনসমুদ্র

স্পোর্টস ডেস্ক: খারাপ সময়কে পিছনে ফেলে নতুন আলোর দিশা দেখালেন দাসুন শনাকার এগারো জন যো দ্ধা। রোবিবার ২৩ রানে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে হারিয়ে ষষ্ঠবারের জন্য খেতাব জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এরপর সোমবার রাজার মতো দেশে ফিরল জয়ী দল। 

কলম্বোর বিমানবন্দরে শ্রীলঙ্কা দল ট্রফি হাতে নামতেই বীরের সম্মান জানাতে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিমানবন্দরের কর্মীরা। রাজপথে নামার জন্য তৈরি ছিল শ্রীলঙ্কার টিম বাস। বাসকে ঘিরে রয়েছে শতাধিক মানুষ। চ্যাম্পিয়ন বীরদের স্বাগত জানাতে কলম্বোর রাস্তায় জনসমুদ্র।

ইতিহাস তৈরি করেছেন। হুড খোলা বাসে ট্রফি হাতে পুরো রাস্তায় দাঁড়িয়ে ছিল শ্রীলঙ্কার অধিনায়ক। কয়েকদিন আগেও দেশের অর্থনৈতিক সঙ্কটের মাঝে জনজোয়ারে ভেসেছিল কলম্বোর রাস্তাঘাট। আবারও সেই কলম্বোর রাস্তায় আমজনতার ভিড়। তবে এই ভিড় প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভের নয়, বরং দেশের নায়কদের এক ঝলক কাছ থেকে দেখতে পাওয়ার। 

সাধারণ জনগণ, বিভিন্ন অনুষ্ঠান তো হয়ই। লঙ্কান তারকাদের এই ট্রফি প্যারেডে ঝলক মেলে স্কুলের কচিকাচাদেরও। এই প্যারেডে খেলোয়াড়রাও উপস্থিত জনগণকে তাদের সমর্থনের জন্য নিজেদের তরফে ধন্যবাদ জানান। কয়েক মাস আগেই রুখে দাঁড়িয়েছিলে দেশের মানুষ। দেশের সেই সাধারণ মানুষদের মুখে এখন তৃপ্তির হাসি। এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার খুশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে