মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:০২:৩৮

মাঠের বাইরে এক অনন্য নজির গড়লেন কোহলি!

  মাঠের বাইরে এক অনন্য নজির গড়লেন কোহলি!

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে সেঞ্চুরি করার মধ্য দিয়ে ৩ বছর পর শতকের দেখা পেয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিকে সব মিলিয়ে ৭১তম সেঞ্চুরি করেন ভারতের সাবেক এই অধিনায়ক। 

তবে মাঠের বাইরের সোশ্যাল মিডিয়ায় অনন্য নজির গড়লেন ভাতীয় তারকা ক্রিকেটার কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে টুইটারে ৫০ মিলিয়ন বা কোটি ফলোয়ারের গণ্ডি পার করলেন বিরাট। পাশাপাশি কোহলি দ্বিতীয় ভারতীয়, যার ফলোয়ারের সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়েছে।

টুইটার হোক বা ইনস্টাগ্রাম বা ফেসবুক, সর্বত্রই কোহলি ভক্তদের ছড়াছড়ি। ইনস্টাগ্রামে তো ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পরেই ক্রীড়াজগতের তারকাদের মধ্যে তৃতীয় সর্বাধিক ২১১ মিলিয়ন বা প্রায় ২১ কোটি ফলোয়ার রয়েছে বিরাটের। 

ফেসবুকের ক্ষেত্রে সেই সংখ্যাটা ৪৯ মিলিয়ন। শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়ে বিরাট কোহলি যে কতটা জনপ্রিয়, সেটা সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যানেই প্রমাণিত।

টুইটারে সবচেয়ে বেশি ফলো করা মানুষের তালিকায় কোহলি এখন ২৯ নম্বরে। এ তালিকায় নয় নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমারের পর টুইটারে তৃতীয় জনপ্রিয় খেলোয়াড় বিরাট কোহলি। রোনালদোকে অনুসরণ করেন ১০৩.২ মিলিয়ন মানুষ। আর ৫৭.৯ মিলিয়ন মানুষ নেইমারকে অনুসরণ করেন।

টুইটারে মাত্র ৬ জন এমন ব্যক্তি রয়েছেন, যাদের অ্যাকাউন্ট ১০০ মিলিয়নেরও বেশি লোক অনুসরণ করেন। এ তালিকায় রয়েছেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (১৩৩ মিলিয়ন), জাস্টিন বিবার (১১৪ মিলিয়ন), ক্যাটি পেরি (১০৯ মিলিয়ন), রিহানা (১০৭ মিলিয়ন), ইলন মাস্ক (১০৫.৫ মিলিয়ন) এবং রোনালদো (১০৩.২ মিলিয়ন)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে