স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনভিজ্ঞ ও নতুনদের ছড়াছড়ি বিশ্বকাপ স্কোয়াডে। স্কোয়াডে যায়গায় হয়নি জাতীয় দলের হয়ে বিশ্বকে কাঁপিয়ে গ্রেট গ্রেট ক্রিকেটারের।
স্কোয়াডের দিকে দৃষ্টি দিতেই বল হাতে হ্যাট্টিক ও ব্যাটিং দ্রুতি দেখানো অনেকের সুযোগ মেলেনি বিশ্বকাপের দলে। ২০১৫ বিশ্বকাপে রুবেল হোসেনের কারণে সেমিফাইনাল খেলে বাংলাদেশ।
ইংল্যান্ডকে হটিয়ে দেশকে সেমিফাইনালে নেয়ার মূল নায়ক রুবেলেকে রাখা হয়নি বিশ্বকাপ দলে। হ্যাট্টিককরা বোলার যুবায়ের ও তাইজুলকে নেয়া হয়নি দলে।
আরাফাত সানির জন্যও নেই কোনো সুখবর। অভিজ্ঞ শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাক ও সোহাগ গাজীকেও ডাকা হয়নি বিশ্বকাপ দলে। বিপিএলে কুমিল্লাকে ফাইনাল জেতানোর নায়ক অলক কাপালিকেও দলে নেয়া হয়নি।
অনভিজ্ঞ ও নতুনদের অনেককেই নেয়া হয়েছে ২৫ সদস্য বিশিষ্ট এশিয়াকাপ ও বিশ্বকাপ দলে!
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর