স্পোর্টস ডেস্ক : শুক্রবার বিকালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচের বিষয়টি কঠিনভাবে টের পেয়েছে বিসিবি।
শেষ ম্যাচটি নিয়ে সতর্ক বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে আহত হন মুস্তাফিজ ও মুশফিক। মুস্তাফিজ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলেও দেশের জন্য মাঠে নামা হতে পারে তার।
তৃতীয় ম্যাচে দল সাজানোয় প্রভাব ছিল কোচ হাতুরুসিংহের। এর মাসূল কোচকে নয় দিতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। বিসিবি সভাপতির নাজমুল হাসানের ক্ষোভ রয়েছে এ নিয়ে।
শেষ ম্যাচে সেরা একাদশ নিয়ে নামার জন্য পরিস্কার নির্দেশ দিয়েছেন পাপন। সে হিসাবে দেখে নিন শেষ ম্যাচের জন্য টাইগারদের সেরা একাদশ।
১. তামিম ইকবাল ২. ইমরুল কায়েস ৩. সাব্বির রহমান ৪. মাহমুদউল্লাহ রিয়াদ ৫. সাকিব আল হাসান ৬. মোসাদ্দেক হোসেন ৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক) ৮. মাশরাফি বিন মুর্তজা ৯. আরাফাত সানী ১০. মুস্তাফিজুর রহমান ১১. আবু হায়দার রনি।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর